দৈনিক খুলনা
The news is by your side.

আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা খুলনা মহানগরের ইফতার মাহফিল

116

আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা খুলনা মহানগরের ইফতার মাহফিল ও আলোচনা সভা ২৫ শে মার্চ মঙ্গলবার বিকেল পাঁচটা খুলনা নিউমার্কেট গোল্ডেন চিকেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা খুলনা মহানগরের সভাপতি ও খুলনা জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এ্যাড মোঃ মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শাহীন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থার চেয়ারম্যান মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজিজুর রহমান স্বপন, সংস্থার খুলনা বিভাগের সাধারণ সম্পাদক এম শাহীন,এস এস সলিউশন এর মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার সুদীপ্ত গাইন সাগর , জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা খুলনা বিভাগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জনতার জাগরণের খুলনা জেলা প্রতিনিধি মোঃ মামুন মোল্লা, সংস্থা খুলনা মহানগরের কার্যকরী সভাপতি শাহ আলম মিনা, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম গাজী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শিমুল মোল্লা । এছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ব্যবসায়ী বৃন্দ ও এলাকার গণ্যমান ব্যক্তিবর্গে উপস্থিত ছিল। এ সময় প্রধান অতিথি মিজানুর রহমান বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা সংস্থা অসহায় ও দরিদ্র মানুষকে আইনী সহায়তা করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন আন্তর্জাতিক মানবাধিকার আইনী সহায়তা প্রদানকারী সংস্থা আইনী সহায়তা পাশাপাশি শিশু নির্যাতন, নারী নির্যাতন, মাদক নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ সহ আরও অনেক সামাজিক কার্যক্রম পরিচালনা করে।পবিত্র কুরআন তেলাওয়াত ওদোয়া পরিচালনা করেন এ্যাড মোঃ মুজাহিদুল ইসলাম ।

 

Leave A Reply

Your email address will not be published.