কয়রায় সওয়ারের উদ্যোগে ৫শতাধিক রোজাদারের ইফতার ও দোয়া মাহফিল
উপকূলীয় উপজেলা খুলনার কয়রায় সওয়াবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৫ টায় উপজেলার উত্তর বেদকাশি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ চত্বরে এই ইফতার ও দোয়া মাহফিলে ৫, শতাধিক বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এবারের ইফতার মাহফিলে মাংস সহ পোলাও ভাতের পাশাপাশ ডিম,খেজুর,খিরাই, জুস খেতে পেরে উপস্থিত ধর্মপ্রান মুসল্লিরা বেশ খুশি হয়েছে।
ইফতার মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন উত্তর বেদকাশি ইউপি সদস্য সরদার আবু হাসান। দোয়া মাহফিলের পুর্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দিন, উত্তর বেদকাশি ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার নুর কামাল, সওয়াবের মিডিয়া ম্যানেজার মোঃ খোরশেদ আলম, প্রোগ্রাম অফিসার তানভির আহমেদ শুভ,সওয়াবের স্বেচ্ছাসেবী সদস্য রাসেল আহমেদ, জাহিদুল ইসলাম, মোনায়েম বিল্লাহ, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম, রিপন প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নেয়ামতুল্যাহ।