দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনের আগুন ৪৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

142

সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশন সংলগ্ন তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় ছড়িয়ে পড়া আগুন অবশেষে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। বন বিভাগ জানায়, আগুন নিভানোর পর ফায়ার সার্ভিস, বন বিভাগের কর্মী এবং স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থল পরিদর্শন শুরু করেছেন। তারা এলাকার সব জায়গায় আগুনের কুণ্ডলী কিংবা ধোঁয়া রয়েছে কি না তা পরীক্ষা করছেন। বন বিভাগের ড্রোন ক্যামেরা ব্যবহার করে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে।
রাতভর চলে অগ্নি নির্বাপণ কাজ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানিয়েছেন, “জোয়ার আসার সাথে সাথে আমরা পানি ছিটাতে শুরু করি এবং রাত সাড়ে তিনটা পর্যন্ত কাজ করেছি। বনে কোথাও আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি।”

সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের কর্মকর্তা বিপুলেশ্বর রায় বলেন, “রাতভর আমরা কাজ করেছি এবং সকাল ৯টার দিকে আবারও পাম্প চালানো হয়েছে। এখনও কোথাও আগুনের অস্তিত্ব পাওয়া যায়নি। আমরা তল্লাশি চালাচ্ছি, ড্রোন দিয়ে সর্বশেষ পর্যবেক্ষণ করা হবে।”

গত শনিবার থেকে সুন্দরবনে আগুনের সূত্রপাত হয়। প্রথমে কলমতেজী এলাকায় আগুন লাগে, যা পরদিন নিয়ন্ত্রণে আনা হয়। তবে পরে তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় আগুনের উপস্থিতি পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় স্বেচ্ছাসেবক, বন বিভাগ এবং ফায়ার সার্ভিস সদস্যরা একযোগে কাজ শুরু করেন।

স্থানীয়রা জানিয়েছেন, শাপলার বিল ও কলমতেজী এলাকার প্রায় ১০ একর বনভূমি পুড়ে গেছে। বন বিভাগ এখন পর্যন্ত আগুনের উৎস এবং ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ নিশ্চিত করেনি।

Leave A Reply

Your email address will not be published.