দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতিকে সংবর্ধনা প্রদান।

103

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নড়াইল জেলা শাখার নির্বাচিত সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমকে নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে । রোববার (২৩ মার্চ) বিকেলে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও বিজ্ঞ পিপি এডভোকেট এস এম আব্দুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য প্রদান করেন নড়াইল প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাভলু, আইনজীবী সমিতির সভাপতি ও প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক এডভোকেট তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, নড়াইল প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক কার্ত্তিক দাস, কাজী হাফিজুর রহমান, খাইরুল আরেফিন রানা, মোস্তফা কামাল, অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মুন্সী আসাদুর রহমান ও সাংবাদিক আল আমিন।
এ সময় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা সমাজের যত অনাচার,অত্যাচার,সামাজিক অনৈতিক কর্মকান্ড তাদের লেখনীর মধ্য দিয়ে তুলে ধরেন। যে কারণে সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে। তিনি বলেন,অর্থনৈতিক নিরাপত্তা না থাকলে সাংবাদিকতা দুর্নীতির ঝুঁকিতে পড়ে। আমরা কামনা করবো ব্যাক্তি মালিকানাধীন পত্রিকার মালিকরা এই সাংবাদিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করবেন। সরকার সাংবাদিকদের নবম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণের প্রস্তাব রেখেছে। আগামি দিনেগুলো হোক তাদের পারিবারিক শান্তির দিন।
উল্লেখ্য জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল প্রেসক্লাবে আগমন উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট উপহার দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.