দৈনিক খুলনা
The news is by your side.

জিয়া শিশু-কিশোর সংগঠনের উদ্যোগে খুলনায় এতিম শিশুদের সঙ্গে ইফতার

153

খুলনা: পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনার মাসে খুলনায় এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে জিয়া শিশু-কিশোর সংগঠন। শুক্রবার (২১ মার্চ) খুলনা মহানগরীর ৩০ নং ওয়ার্ডস্থ চাঁনমারী আহম্মাদীয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ সংগঠনের নেতৃবৃন্দ এতিম শিশুদের সঙ্গে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেন।

ইফতার পূর্ব আলোচনায় সংগঠনের খুলনা মহানগর শাখার সভাপতি নিয়াজ আহমেদ তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের নেতারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো তাদের অন্যতম লক্ষ্য এবং ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন আহম্মাদীয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইদুর রহমান। তিনি মাহে রমজানের ফজিলত ও এতিমদের দেখভালের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং সবার মঙ্গল কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো: জুবায়ের মোর্শেদ রাসেল, ডা: জাকিরুল ইসলাম, সৈয়দ মো: জুলফাত ইলাহ আগা, এ কে এম শফিকুল হোসেন শান্ত, ইয়াসির আরাফাত, সহ সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন, রায়হান আলমগীর জর্জ, যুগ্ম সম্পাদক শেখ জাহিদ হোসেন, বনানী সুলতানা ঝুমু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল রহমান মিলন, সহ সাংগঠনিক সম্পাদক মো: সাগর, কোষাধ্যক্ষ শেখ মামুন উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মো: ইমরান খান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক – চুমকি, সমাজ কল্যান সম্পাদক ইউসুফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরাফাত জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় এতিম শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান সংগঠনের নেতারা।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষাই হলো মানবতা ও সহমর্মিতা। তারা সমাজের সকল সামর্থ্যবান মানুষকে এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave A Reply

Your email address will not be published.