দৈনিক খুলনা
The news is by your side.

‘দেশ বদলাতে হলে পুলিশই সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম’

88

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশ পরিবর্তনের জন্য একক নেতৃত্ব নয়, বরং দলগতভাবে কাজ করাই সবচেয়ে জরুরি। আর এই পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিম হলো পুলিশ।

সোমবার (১৮ মার্চ) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে সময় সীমিত। সাত মাস ইতোমধ্যেই কেটে গেছে, আর ডিসেম্বরেই নির্বাচন। এই সময়ে সংস্কারের জন্য যেসব পদক্ষেপ প্রয়োজন, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, “আমরা যদি কারো জন্য অপেক্ষা করি, তবে কোনো লাভ হবে না। যা করার, এখনই করতে হবে এবং তা প্রতিষ্ঠিত করতে হবে।”

প্রধান উপদেষ্টা বলেন, “সরকার যা কিছু করতে চায়, তার কার্যকর বাস্তবায়ন শেষ পর্যন্ত পুলিশের হাতেই নির্ভর করে। তারা সরাসরি সব কাজ না করলেও প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে, যা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারলে গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার বা সরকারের কার্যক্রম—কিছুই টিকে থাকবে না। পুলিশই এসবের ভিত্তি গড়ে দেয়।”

ড. ইউনূস বলেন, “আমরা পুলিশকে অবহেলা করে দেশ গড়তে পারব না। তারা সম্মুখসারির কর্মী, যারা দেশের স্থিতিশীলতা বজায় রাখে। আইনশৃঙ্খলা না থাকলে বড় কোনো পরিকল্পনাই সফল হবে না, যত টাকাই থাকুক না কেন।”

তিনি স্বীকার করেন, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের জন্য কাজ করা কঠিন হয়ে পড়েছে। তবে তিনি আশ্বস্ত করেন যে, এই সমস্যাগুলোর সমাধান করতে সরকার কাজ করবে।

প্রধান উপদেষ্টা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফলে আমাদের সামনে বড় একটি সুযোগ এসেছে। এটিকে আমরা হারাতে পারি না। আমাদের যেমন এটি ধরে রাখতে হবে, ভবিষ্যতের নেতৃত্বকেও একই চেষ্টায় থাকতে হবে।”

তিনি আরও বলেন, এই পরিবর্তনের পথে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং করবে।

এই বক্তব্যের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীর প্রতি যে আস্থা রাখছে, তা আরও সুস্পষ্ট হলো। বিশেষজ্ঞরা মনে করছেন, পুলিশের ভূমিকার ওপর নির্ভর করেই আগামী দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারিত হবে।

Leave A Reply

Your email address will not be published.