দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জ দৈবঞ্জহাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল

85
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় রোববার (১৬ মার্চ) ৪ নং দৈবজ্ঞহাটি ইউনিয়নের ২৫ নং জোকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুবদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া, ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্মদল বাগেরহাটের আহ্বায়ক মোঃ আল-আমিন, মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্য ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্বাস মুন্সি, ৪ নম্বর দৈবজ্ঞহাটি ইউনিয়ন বিএনপি নেতা আলম পারভেজ লিটন, ৪ নং ওয়ার্ড সভাপতি ইলিয়াছ সরদার, সাবেক যুবদল নেতা মিজানুর রহমান মিজান, ৪ নং দৈবঞ্জহাটি ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মোঃ তুহিন মল্লিক, সাবেক যুগ্ম আহ্বায়ক মোরেলগঞ্জ উপজেলা ছাত্রদল মোঃ আতিক তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মোঃ মাইদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক মোঃ রানা দিদার এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈবজ্ঞহাটি ইউনিয়নের যুবদল নেতা মোঃ রুবেল খান।
দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করেন। পাশাপাশি, জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.