দৈনিক খুলনা
The news is by your side.

দ্বীনি ইলমকে স্থায়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে; বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন খুলনার ইফতার মাহফিল ও আলোচনায় বক্তারা

47

বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন খুলনার জেলা ও মহানগর এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব মাওলানা মো. সালেহ বলেন, দ্বীনি ইলমকে স্থায়ী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে চিরস্থায়ী করেত যা যা করণীয় আমাদেরকে করতে হবে। সেজন্য বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিনের ছায়াতলে এসে এই সংগঠনকে শক্তিশালি করতে হবে। অধিকার আদায়ে সচেষ্ট থাকতে হবে। দেশের এই ক্রান্তিলগ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকাটা খুব জরুরী। একটা সময় ছিল যখন মাদ্রাসার শিক্ষকরা অনেক সমস্যায় ছিল। সে অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে সংগঠিত করে ফয়সালা করে দিয়েছেন। সেজন্য এই সংগঠনকে শক্তিশালি করার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ নুরুল ইসলাম, যশোর জেলা শাখার সভাপতি মাওলানা শোয়াইব হোসেন, খুলনা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ মোহাম্মদ আব্দুর রহিম সরদার, খুলনা মহানগর শাখার উপদেষ্টা মাওলানা তবিবুর রহমান মিয়া। বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা শফিউদ্দিন নেছারীর সঞ্চালনায় এবং খুলনা মহানগর শাখার সেক্রেটারী আলহাজ্ব মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, খুলনা মহানগর শাখার সেক্রেটার মাওলানা মোহাম্মদ জাফরউল্লাহ, মাওলানা হিকমত উল্লাহ মাদানী, কয়রা উপজেলার সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, ফুলতলা সভাপতি জিএম ইউনুস আলী, বটিয়াঘাটা সভাপতি মাওলানা মোঃ আহাদুজ্জামান, বটিয়াঘাটার সেক্রেটার মাওলানা মোঃ হাফিজুর রহমান, খুলনা সম্মিলিত ওলামায়ের সভাপতি ইব্রাহিম ফয়জুল্লাহ, সোনাতনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, শরফপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওয়ালিউর রহমান, খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম উল হক , খুলনা সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে খুলনা জেলা ও মহানগীরর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.