দৈনিক খুলনা
The news is by your side.

তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

25

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় বাহরাইন প্রবাসী মিঠুন মিস্ত্রির তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার আসামী নির্জন সিকদার (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী এলাকা থেকে তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত নির্জন সিকদার উপজেলার উত্তর চেঁচরী গ্রামের বিপ্লব সিকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মং চেনলা।

মামলা সুত্রে জানাগেছে, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের মিঠুন মিস্ত্রী বাহরাইন প্রবাসী। তার বাড়ীতে স্ত্রী দোলা মন্ডল ও একমাত্র মেয়ে মৌমিতা (৪) কে নিয়ে বসবাস করেন। গত ৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে বাড়ীর পাশে ক্ষেতে টমেটো আনতে যায় প্রবাসীর তিন বছরের মেয়ে মৌমিতা। এসময় একই এলাকার পার্শ্ববতী বাড়ীর বিপ্লব সিকদারের ছেলে নির্জন ওই শিশুকে একা পেয়ে ফুসলিয়ে একটি কলা বাগানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। এরপর গত ৯ মার্চ (রবিবার) বিকেলে নির্জন ওই শিশুর বাড়ীতে আসলে শিশুটি নির্জনকে দেখে আতকে ওঠে। বিষয়টি শিশুর মা দোলার নজরে আসে। পরে তার মা জানতে চাইলে শিশুটি ওই দিনের ঘটনা খুলে বলেন।

এ ঘটনায় ওই শিশুর দাদা নিহার রঞ্জন মিস্ত্রী বাদী হয়ে নির্জনকে আসামী করে ধর্ষণের চেষ্টার থানায় একটি মামলা করেন। এ মামলার মুল ও একমাত্র আসামী নির্জনকে পুলিশ গ্রেফতার করে।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মং চেনলা জানান, শিশু ধর্ষণের চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামী নির্জনকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.