দৈনিক খুলনা
The news is by your side.

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন জেনেভায় উপস্থাপিত জাতিসংঘের প্রতিবেদন

61

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার পর জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক প্রতিবেদনটি উপস্থাপন করেন।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের সঙ্গে বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবাধিকার সংস্কার নিয়ে আলোচনা হয়। জাতিসংঘ জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও এতে অংশ নিয়েছেন।

ভলকার তুর্ক বলেন, “বাংলাদেশে গত বছরের সহিংসতা গভীর সংকট তৈরি করেছিল। তৎকালীন সরকার ছাত্র আন্দোলনকে নৃশংসভাবে দমন করেছে, যা মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।”

জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির আপডেট উপস্থাপনকালে তিনি আরও বলেন, “ফৌজদারি মামলায় যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের বিরুদ্ধে প্রতিশোধমূলক সহিংসতার তদন্ত করা অত্যন্ত জরুরি।”

জাতিসংঘ আশা করছে, তাদের সাম্প্রতিক স্বাধীন অনুসন্ধান প্রতিবেদন বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরবে এবং জবাবদিহিতা, ক্ষতিপূরণ ও মানবাধিকার সংস্কারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave A Reply

Your email address will not be published.