দৈনিক খুলনা
The news is by your side.

নতুন দলের নাম ঘোষণা করলেন শহীদ ইসমাইলের বোন

151

চলছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে চলমান অনুষ্ঠানে নতুন পার্টির নাম ঘোষণা করেছেন জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদ ইসমাইলের বোন মীম আক্তার।

রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে শহীদ ইসমাইলের বোন মীম বলেন, আপনাদের মনে আছে- গত ৫ আগস্ট দুই বোনের কাঁধে ভাইয়ের লাশ৷ সে দুই বোনের মধ্যে আমি একজন। ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। পরবর্তীতে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি। এছাড়া আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম ঘোষণা করেন তিনি।

মীম আক্তারের দলের নাম ঘোষণার পর আংশিক কমিটির নাম ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ প্রমুখের নাম ঘোষণা করা হয়।

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ২০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে নির্মিত মঞ্চে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.