দৈনিক খুলনা
The news is by your side.

পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাঙ্ক্ষা প্রশ্রয় দেয়নি অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা আসিফ

155

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বর্তমান সরকারের ‘ব্যর্থতা’ ইস্যুতে একটি ফেসবুক পোস্ট শেয়ার করেছেন। বুধবার সন্ধ্যায় করা পোস্টটিতে তিনি সরকারের নীতির পক্ষে ব্যাখ্যা দিয়েছেন।

উপদেষ্টা আসিফ লিখেছেন,

”এই সরকারের ব্যর্থতা হলো কাউকে ম্যানেজ না করে চলা।

আওয়ামী পূনর্বাসনের এজেন্ডা বাস্তবায়নে আগ্রহী ডিপ স্টেট এবং উত্তরপাড়া, অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের আধিপত্য কায়েমের আকাংক্ষা। কোনটাকেই এই সরকার এখন অব্দি প্রশ্রয় দেয় নি। ফলে ভেতর-বাহির থেকে অসহযোগিতা তো আছেই।

সরকার টিকে আছে জনগণের প্রত্যক্ষ সমর্থন এবং সহযোগিতায়। যতদিন জনগণের প্রতি আনুগত্য, জনবান্ধন কাজ করার সৎ নিয়ত থাকবে জনগণ সমর্থন দিয়ে যাবে এটাই প্রত্যাশা।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তার এই পোষ্ট আলোচনার জন্ম দিয়েছে।

Leave A Reply

Your email address will not be published.