দৈনিক খুলনা
The news is by your side.

গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারও ১/১১–এর চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না ফখরুল

158

অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কেউ স্থানীয় নির্বাচন মানবে না।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

গতকাল স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ক্ষমা চাইলে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটি কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন? তখন উপস্থিত নেতাকর্মীরা ‘না না’ বলে জবাব দেন।

বিএনপি মহাসচিব বলেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় এটিই প্রমাণিত হয়েছে যে, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়।

তিনি বলেন, মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে, এ সরকার নির্বাচনের বিষয়ে আন্তরিক কি না। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে কেউ আবারও ১/১১–এর চিন্তা করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, নতুন দলকে বিএনপি স্বাগত জানায়। কিন্তু সরকারে থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে দেশের জনগণ তা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে।

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের সমালোচনা করে তিনি বলেন, উপদেষ্টা যে কথা বলছেন তা কেউ মানবে না

Leave A Reply

Your email address will not be published.