দৈনিক খুলনা
The news is by your side.

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ১০ রাকআত তারাবির সিদ্ধান্ত

8

২০২৫ সালের রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ ১০ রাকআত আদায়ের সিদ্ধান্ত নিয়েছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আস-সুদাইস এ ঘোষণা দেন। ইনসাইড দ্য হারামাইন এ তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও ৫ সালামে ১০ রাকআত তারাবি ও ৩ রাকআত বিতির নামাজ আদায় করা হবে। করোনা মহামারির সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ২০ রাকআতের পরিবর্তে ১০ রাকআত করা হয়েছিল। এরপর থেকে এই নিয়ম বহাল রাখা হয়েছে।

স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে নামাজের সময় কমানো হয়েছে। কম সময়ের তারাবির ফলে মসজিদ পরিষ্কার রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণ করা সহজ হয়।

প্রতিদিন প্রচুর ওমরাহ পালনকারী মক্কা ও মদিনায় আসেন। ১০ রাকআতের ফলে ওমরাহ ও অন্যান্য ইবাদত সহজভাবে সম্পন্ন করা সম্ভব বলে মনে করছে কর্তৃপক্ষ।

তবে ঐতিহাসিকভাবে মসজিদে নববীতে ২০ রাকআত তারাবি আদায়ের প্রমাণ রয়েছে। সাহাবায়ে কেরাম সেই পদ্ধতিতেই নামাজ আদায় করেছেন। কিন্তু করোনা পরবর্তী সময়ে মক্কা-মদিনায় দীর্ঘসময় তারাবির কারণে ওমরাহ পালনকারীদের অসুবিধা হয় বলে কর্তৃপক্ষ ১০ রাকআতের সিদ্ধান্ত বহাল রেখেছে।

Leave A Reply

Your email address will not be published.