সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও গ্রেপ্তার ৫২৯ জনকে করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর। এছাড়া অন্যান্য মামলায় আরও ৯৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার পুলিশ সদরদপ্তর এক বার্তায় জানায়, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৫২৯ জনের পাশাপাশি বিভিন্ন মামলায় ৯৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এসময় ১বিদেশি পাইপগান, ১টি দেশি শুটার গান, চাপাতি, রামদা, ছেনি, ছোরা, চাকু, ধামা, ও কুড়াল উদ্ধার করা হয়।
ডেভিল হান্ট অপারেশনে গ্রেপ্তার ৩৮৯ জনসহ সারাদেশে মোট ১৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলছে পুলিশ সদরদপ্তর।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এক অনুষ্ঠানে বলেছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে কোন ‘শয়তান ‘ যেন পালাতে না পারে।