জনগণকে সেবা দিতে সদা প্রস্তুত থাকতে হবে: মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ
সাতক্ষীরায় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার (১ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
মতবিনিময় সভায় মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ জেলার সামগ্রিক উন্নয়ন, সুশাসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যন্ত পৌঁছাতে হবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জনগণকে সেবা দিতে সরকারি কর্মচারিদের সদা প্রস্তুত থাকতে হবে। খেয়াল রাখতে হবে, যাতে সেবাগ্রহীতারা কোন রুপ হয়রানির শিকার না হয়।
মন্ত্রিপরিষদ সচিব কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন, জনগণের ট্যাক্সের পয়সায় তাদের জীবন-জীবীকা চলে। সুতরাং সরকারি সেবা গ্রহীতাদের সাথে তাদের সর্বোচ্চ ভাল ব্যবহার করতে হবে। তিনি এসময়, সাতক্ষীরার শিক্ষা ক্ষেত্রে মান উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা দুরীকরনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করে জেলার উন্নয়ন নিশ্চিত করবে। তিনি আরও বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করেন। তিনি জানান, জেলার মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত আছে।
সভায় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
মতবিনিময়ের সময় জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উন্নয়ন, সুশাসন এবং জনসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সভার মাধ্যমে সাতক্ষীরা জেলার সামগ্রিক উন্নয়ন কার্যক্রমে নতুন দিক উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
এদিকে শনিবার (১ফেব্রুয়ারি) সকালে কালিগঞ্জের খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় এবং সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ।
ড. আব্দুর রশিদ বলেন, দেশের উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। পাশাপাশি দেশের আইন-কানুন মেনে চলতে হবে। তাহলে দেশ শান্তির দেশ হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অণুজা মন্ডল, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি শেখ আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছাত্র সমন্বয়ক শেখ রাকিবুর জামান রাকিব প্রমুখ। মতবিনিময় সভা শেষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে ১২০ জন দুস্থকে কম্বল প্রদান করা হয়।