দৈনিক খুলনা
The news is by your side.

কুয়েটে সরস্বতী পূজায় জাঁকজমকপূর্ন আয়োজন

11

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হবে। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হবে কুয়েটের কেন্দ্রীয় মন্দির। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত-শুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়।

ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন। পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

সরস্বতী দেবী শ্বেত-শুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপাণি বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপিত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় সবচেয়ে মনোযোগী হয়।

সরস্বতী পূজা উপলক্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে ২ ফেব্রুয়ারি ৬টায় অনুষ্ঠিত হবে মাতৃ বরণ সন্ধ্যা, মঞ্চ-সজ্জা হবে সন্ধ্যা ৭টায়। এছাড়া ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় পূজা আরম্ভ হবে। সকাল ১০টায় হাতেখড়ি, সাড়ে ১০টায় পুষ্পাঞ্জলি, সকাল সাড়ে ১১টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যা ৬টায় সন্ধ্যা-আরতি ও সঙ্গীত পরিবেশিত হবে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদ ও সনাতনী ছাত্রকল্যাণ পরিষদ পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

Leave A Reply

Your email address will not be published.