খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাঁর কার্যালয়ে ‘দি ব্লু বুক অব অর্গানিক কেমিস্ট্রি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।
নগরীর সোনাডাঙ্গাস্থ দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার কলেজ শাখার প্রভাষক মোঃ রবিউল ইসলাম এ বইটি এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীদের জন্য রচনা করেছেন।
মোড়ক উন্মোচনের পর সংক্ষিপ্ত বক্তব্যে উপ-উপাচার্য বলেন, এটি অত্যন্ত একটি ভালো বই। বিশেষ করে উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের রসায়ন ভীতি কাটাতে এটি সহায়ক ভূমিকা পালন করবে। অর্গানিক কেমিস্ট্রিকে সহজীকরণের উদ্দেশ্যে রচিত এই বইয়ের লেখককে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানা, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ গোলাম সরোয়ার, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, উপ-গ্রন্থাগারিক কাজী ফেরদৌস, উপ-রেজিস্ট্রার মোঃ গোলজার হোসাইন, আসাদুল করিম বাবু, মোঃ সফিকুল ইসলাম, মিশকাতুর আহমেদ, মাহফুজ চৌধুরী, শামীম আহমেদ সুমন, মোঃ শহিদুল ইসলাম।