বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তানযীমুল উম্মাহ মাদরাসা, খুলনা শাখার ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতি পক্ষ- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের গতিশীল পারফরম্যান্স মুগ্ধ করেছে উপস্থিত সবাইকে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে নিরালা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন এবং এসেম্বলী অনুষ্ঠিত হয়। এরপর তানযীম সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আবহ সৃষ্টি করা হয়।
অনুষ্ঠানে শাখা প্রধান মুহাম্মদ আরীফ উল্লাহ স্বাগত বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ক্রীড়ার গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার ডিরেক্টর এবং তানযীমুল উম্মাহ মাদরাসা খুলনা শাখা সমূহের চেয়ারম্যানআ.খ.ম. মাসুম বিল্লাহ। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নতির জন্য এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও শৃঙ্খলার মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। দৌড় প্রতিযোগিতা, মার্বেল সংগ্রহ, চকলেট দৌড়, অংক দৌড় এবং বেলুন সংক্ষরণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে। উপস্থিত অভিভাবক, শিক্ষার্থী ও অতিথিদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।