দৈনিক খুলনা
The news is by your side.

সুরেক্স সভাপতি ইব্রাহিম খলিলের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

36
সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর সভাপতি, খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের ৯২-৯৩ ব্যাচের ছাত্র, বিএনসিসি’র সিইউও, সাবেক সিনিয়র রোভার মেট, সুন্দরবন কলেজ রেডক্রিসেন্ট ইউনিট প্রধান এসএম ইব্রাহিম খলিল (৪৮) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে এবং এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা রূপসার দাদা ম্যাচ কাদেরীয়া জামে সমজিদে ও বাদ আছর রূপসা স্ট্যান্ড মোড় এলাকার বায়তুশ শরফ জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাযা শেষে খুলনার টুটপাড়া কবর স্থানে দাফন করা হয়।

এসএম ইব্রাহিম খলিলের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লে: কর্ণেল অধ্যাপক আনোয়ারুল কাদির (বিটিএফও, অব:), মেজর আমান (অব:) মেজর আবু হানিফা (অব:), বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট কামন্ডার লে: কর্ণেল মোঃ কামরুল ইসলাম (বিজিবিএম, পিএসসি), অ্যাডজুটেন্ট মেজর মোঃ আসাদুজ্জামান (বীর)সহ বিএনসিসিও, সুরেক্স এর সদস্যবৃন্দ।

জানাজায় উপিস্থিত ছিলেন, বিএনসিসি সুন্দরবন রেজিমেন্ট অ্যাডজুটেন্ট মেজর মোঃ আসাদুজ্জামান (বীর), সুরেক্স সিনিয়র সহ সভাপতি এসএম কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আসাফুর রহমান কাজলসহ মোঃ তৌফিকুল ইসলাম, মোঃ নাজমুল হাসান, এসএমজি নেওয়াজ, এ্যাড. মাসুম বিল্লাহ, শেখ রাসেল আহমেদ, মোঃ জাহিদুর রহমান, মোঃ খলিলুর রহমান সুমন, মোঃ ফরমান আলী নয়ন, মোঃ আবু সালাম, মোঃ মফিজুল ইসলাম, মোঃ শাহরীয়া সাত্তার হীরা, কাজী বায়জিদ হোসেন জুয়েল, মোঃ সাইদুর রহমান হৃদয়, মুশফিকুর রহমান মারুফ, মাহমুদা ইসলাম, মোঃ মাসুদুজ্জামান মিঠু, মেহেবুব হাসান মামুন, শামস্ তিবরিজ সানি, মোঃ আমিনুল ইসলাম, শাহওেয়াজ পাভেল, মোঃ মেহেদী হাচান, মোঃ রিফাত হোসেন ইমন, রাকিব হাসান, আব্দুল মালেক গাজী, মোঃ ইমরান বন্দ, মোঃ আরিফ হাওলাদার, আকাশ হোসেন, মেহেদী হাসান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.