দৈনিক খুলনা
The news is by your side.

জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক

26

পবিত্র জমজম পানি বিশ্বের মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত মূল্যবান ও সম্মানের একটি অংশ। কিন্তু এই ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে সাধারণ ট্যাপের পানিকে জমজমের পানি বলে বিক্রি করে প্রতারণা করেছেন তুরস্কের এক ব্যক্তি। এই ভুয়া পানি বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় ৯ কোটি তুুর্কি লিরা (প্রায় ৩০ কোটি টাকা)।প্রতারকের নাম বিলাল। তবে তার এই প্রতারণা অবশেষে ধরা পড়েছে।

স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) বিলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যবসাকেন্দ্র থেকে ১৫ হাজার লিটার ট্যাপের পানিও উদ্ধার করা হয়েছে।এই পানি তিনি ‘জমজমের পানি’ হিসেবে বিক্রির জন্য মজুত করেছিলেন।স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে গাল্ফ নিউজ।

রোববার প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, পুলিশের তদন্তে জানা গেছে, প্রতিদিন ২০ হাজার লিটার ট্যাপের পানিকে বোতলে ভরে ‘জমজমের পানি’ নামে বিক্রি করতেন তিনি, যা থেকে প্রতিদিন ৬ লাখ লিরা (২২,০০০ ডলার) আয় করত।২০ টন করে ‘জমজমের পানি’ বিক্রি করতেন এবং দৈনিক তার আয় হতো ৬০ হাজার লিরা, বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৭৭ হাজার ৩১৪ টাকা। গত ৫ মাস ধরে প্রতিদিনই এই আয় হতো তার।

পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবাবে বিলাল জানিয়েছেন, দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত তার গুদামে ট্যাপ থেকে পানি জার ও বোতলে ভরা হতো এবং জমজম কূপের পানির লেবেল লাগানো হতো।দেখে বোঝার উপায় নেই এগুলো নকল। ইস্তাম্বুল, আঙ্কারাসহ বিভিন্ন অঞ্চলে বিক্রি হতো তার এই পানি।

তার তথ্য মতে, পুলিশ গুদামে অভিযান চালিয়ে ১৫ হাজার লিটার সাধারণ ট্যাপের পানি উদ্ধার এবং নকল লেবেল উদ্ধার করে। লেবেলগুলোতে আরবি ভাষায় লেখা ছিল, পণ্যটি সউদী আরব থেকে আসা জমজমের পানি। পরে পুলিশ সেই গুদামকে সিলগালা করে দেয়।

উল্লেখ্য, ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমজমের পানি অতি পবিত্র।হাজিরা হজ শেষে জমজমের পানি সঙ্গে নিয়ে আসতে ভোলেন না। অন্যান্য ইসলামপ্রধান দেশের মতো তুরস্কেও জমজমের পানির চাহিদা বেশি। বিশেষ করে রমজানে ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেখানে দেশের বিভিন্ন বাজার এবং দোকানে জমজমের পানির বোতল ব্যাপকভাবে পাওয়া যায়।

এই ধরনের প্রতারণা শুধু অর্থ আয়ের উদ্দেশ্যেই নয়, বরং ধর্মীয় বিশ্বাসের সঙ্গে খেলা করার শামিল। তাই জমজমের পানি কিনতে হলে সবার সতর্ক থাকা প্রয়োজন। সউদী আরব থেকে সরাসরি সংগৃহীত পানি ছাড়া অন্য কোথাও থেকে জমজমের পানি কেনার আগে যাচাই করে নেওয়া উচিত।এ ধরনের প্রতারণা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। তথ্যসূত্র : গাল্ফ নিউজ

Leave A Reply

Your email address will not be published.