খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অবৈধ নিয়োগ ও সনদ জালিয়াতিসহ বিভিন্ন অনিয়মের কারণে ৫২ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কুয়েট প্রশাসন। মঙ্গলবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কুয়েট ভিসি প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এ কথা বলেন।
তিনি দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ ৪ মাসে ১৯ জন শিক্ষককে চাকুরী থেকে খারিজ করা হয়েছে। ৭ জন শিক্ষক, ৯ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারীকে সাময়িক বহিস্কার এবং ১৫ জনকে কৈফিয়ত তলব করা হয়েছে। একই সাথে ৫৮ নতুন শিক্ষক ও কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভায় কুয়েটের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষার সভাপতি ও ডীন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম বলেন, ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১১ জানুয়ারি, শনিবার ১১টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এবং মুক্তহস্ত অংকন দুপুর ১২ টা ৪৫ থেকে দুপুর ১টা ৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যিাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে সর্বমোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। যার মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫ টি আসন সংরক্ষিত। ভর্তি পরীক্ষায় মোট ২৪ হাজার ৫২৭ পরীক্ষার্থী অংশগ্রহন করবে। ৩ ঘন্টা ব্যাপী সর্বমোট ৫০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি.আর্ক কোর্সে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা ছাড়াও আলাদাভাবে ১ ঘন্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অংকন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এবছর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা কুয়েট ছাড়াও খুলনা মহানগরীর ১০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০টি কেন্দ্রের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়, রেভারেন্ড পল্স হাইস্কুল, হোপ পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ, সরকারি মহিলা কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, সরকারী এম.এম. সিটি কলেজ, সরকারি সুন্দরবন আদর্শ কলেজ খুলনা।
ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে তিনি যোগদান করার পর থেকে বিশ্ববিদ্যালয়ে গৃহীত বিভিন্ন কর্মকান্ডের তথ্য উপস্থাপন করেন। এসময় তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে কুয়েটের শিক্ষার সার্বিক উন্নয়নে প্রশাসন কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপের কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, কুয়েটকে যে কোন মূল্যে সেশনজট মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এছাড়া পূর্বের বিভিন্ন অনিয়ম ও অন্যন্য কারণে এ পর্যন্ত ১৯ জন শিক্ষককে চাকুরী থেকে খারিজ করা হয়েছে, ৭ জন শিক্ষক, ৯ জন কর্মকর্তা ও ২ জন কর্মচারীকে সাময়িক বহিস্কার, ১৫ জনকে কৈফিয়ত তলব করা হয়েছে। একই সাথে ৫৮ নতুন শিক্ষক ও কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভর্তি পরীক্ষা সুসম্পন্ন করার জন্য খুলনাবাসিকে সহযোগিতা করার আহবান জানিয়ে বলেন, ভর্তি পরীক্ষার কারণে খুলনায় অতিরিক্ত প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হওয়ার সম্ভবনা রয়েছে। বিধায় সকলকে যার যার সাধ্যমত সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। এসময় তিনি বিশেষভাবে উল্লেখ করেন, পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে সবাইকে অবশ্যই নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। তবে যানযটের বিষয়টি বিবেচনা করে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্বে নির্ধারিত কেন্দ্রে আসার জন্য আহবান জানান।
উল্লেখ্য, প্রত্যেক শিক্ষার্থীর জন্য নির্ধারিত আসন ছাড়া কোন ভাবে অন্যকোন কক্ষে/কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে না।