ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্যান যাত্রী মৃদুল গাইন(৫০) প্রাণ হারিয়েছে। অপর ২ যাত্রী আহত হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার শীতের সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া’র বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে মেছাঘোনা এলাকা দিয়ে একটি ভ্যান গাড়িতে চড়ে খর্ণিয়া ইউনিয়নের শিংগা গ্রামের ৩জন বাসিন্দা বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা নামার পরপরই চুকনগরগামী দ্রুতগতিতে একটি ট্রাক সামনের ভ্যান গাড়িকে অতিক্রম করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানযাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে।
ওই সময় শিংগা গ্রামের কৃষক মৃদুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই প্রাণ হারান। আর একই গ্রামের আব্দুল কালাম(৪৫) ও সন্ধ্যা রানী (৪০) গুরুত্বর আহত হয়। দূর্ঘটনার পরপরই এলাকাবাসীর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ দূর্ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, গত কয়েকদিনে ডুমুরিয়া হাসপাতাল মোড় থেকে বালিয়াখালি ব্রীজের আশপাশের এই ডেনজার জোনে সড়ক দূর্ঘটনায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।