কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে আরেকটি বছর। এ বছর যেমন তারকাদের বিয়ের বাজনা বেজেছে, তেমনি বিচ্ছেদও ঘটেছে। স্বাভাবিকভাবেই তারকাদের বিয়ে-বিচ্ছেদ নিয়ে সাধারণের কৌতূহল একটু বেশিই থাকে। চলতি বছর এমন কিছু ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম সরব ছিল। কয়েকজন তারকার বিচ্ছেদের খবর নিয়ে আমাদের এই আয়োজন।
মাহি-রাকিব
২০২৪ সালের শুরুতে জাতীয় নির্বাচনের পরপরই বিচ্ছেদের ঘোষণা দেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। ২০১৬ সালে ভালোবেসে পারভেজ মাহমুদ অপুর সঙ্গে ঘর বাঁধেন এই নায়িকা। বিয়ের পর সুখেই ছিলেন। তবে সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। ২০২১ সালের জুন মাসে দাম্পত্য জীবনের ইতি টানেন মাহি-অপু। একই বছর সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে সংসার পাতেন এই নায়িকা। ২০২৩ সালের ২৮ মার্চ তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান ফারিশ। তবে মাহির এই সংসারও ভেঙে যায় চলতি বছর। ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন তারা।
সংযুক্তা-দীপন
ঢাকাই সিনেমার নির্মাতা দীপঙ্কর দীপন ও সংযুক্তা মিশুর বিবাহবিচ্ছেদ ঘটেছে এ বছর। মাত্র তিন মাস আগে নিজের বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করে হঠাৎই ফেসবুকে নির্মাতা জানান, পারস্পরিক সমঝোতা ও একে অপরের প্রতি সম্মান রেখে পরিবারের অনুমতিতে বিবাহ বিচ্ছেদ করেছেন তিনি। ২০১৪ সালের ৩০ মে দীপন মানিকগঞ্জের মেয়ে সংযুক্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সংযুক্তা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা। এক নায়িকার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। এরপর থেকেই দীর্ঘদিন আলাদা বসবাস করছিলেন দুজন। চলতি বছর সে সম্পর্কের সম্পূর্ণ ইতি টানেন এ জুটি।
আরিফিন শুভ-অর্পিতা
দীর্ঘ সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে তিনি বলেন, “আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবেই ঠিক আছি, জীবনসঙ্গী হিসেবে নয়। গত ২০শে জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, বন্ধুত্বটুকু নিয়ে দু’জনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচবো।” ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আরিফিন শুভর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ফ্যাশন ডিজাইনার অর্পিতা।