খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর ডিবি পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে তাকে নগরীর তারের পুকুর এলাকা থেকে গ্রেপ্তার করে নগর ডিবি পুলিশ।
তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম বলেন, তাকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছি। গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারি, তিনি নগরীর তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় রয়েছে। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। তাছাড়া হত্যাসহ বিএনপি অফিস ভাংচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে। রাতে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু কোন জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এ খবর ছড়িয়ে পড়লে সকাল থেকে আদালত চত্ত্বরে ছাত্র জনতা অবস্থান নেয়। বেলা সাড়ে ১১টায় আ’লীগ নেতা সোহাগকে আদালতে হাজির করার কথা থাকলেও দুপুর সোয়া ১২টা পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি।