দৈনিক খুলনা
The news is by your side.

৬ দফা দাবিতে সাতরাস্তা অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

35

ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছেন দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি শুরু হয়। এতে তেজগাঁও ও আশপাশের শিল্পাঞ্চল এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর আরও শিক্ষার্থীরা সাতরাস্তা এলাকায় জড়ো হচ্ছেন।

অবরোধের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলে যাওয়ার পথে থাকা সাধারণ মানুষ। যানজট ইতোমধ্যে ছড়িয়ে পড়ে মহাখালী পর্যন্ত।

এ বিষয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, “সড়কের অবস্থা খুবই খারাপ। যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চারদিকের সড়ক শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। আমাদের ট্রাফিক পুলিশ কাজ করছে। শিক্ষার্থীরা সড়ক ছেড়ে না দিলে পরিস্থিতি স্বাভাবিক হবে না।”

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, “আমরা প্রস্তাব দিয়েছি, তোমাদের প্রতিনিধি দল নিয়ে সচিবালয়ে চলো, শিক্ষা উপদেষ্টার কাছে দাবিগুলো তুলে ধরি। কিন্তু তারা এতে রাজি হয়নি।”

শিক্ষার্থীরা বলছেন, তারা বারবার দাবিগুলো জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের পথ বেছে নিয়েছেন। তাদের ভাষায়, “যদি আমাদের দাবির বিষয়ে কেউ কথা বলতে চায়, তবে এখানে এসে কথা বলতে হবে। আমরা সচিবালয়ে যাব না।”

 

Leave A Reply

Your email address will not be published.