আইপিএলে নিয়মিত হলেও ২০২৫ আসরে প্লেয়ার্স ড্রাফটে ডাক পড়েনি মোস্তাফিজুর রহমানের। এবার হঠাৎ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে ডাক পেলেন কাটার মাস্টার। টাইগার পেসারকে দলে নিলো দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপিতে মোস্তাফিজকে টেনেছে দলটি।
মোস্তাফিজকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বাংলাদেশি পেসারকে নিয়ে একটি পোস্ট করে দলটি। মোস্তাফিজের ছবি পোস্ট করে দিল্লি লিখেছে, ‘দুই বছর পর ফিরে এলো মোস্তাফিজুর রহমান।’
২০১৬-১৭ মৌসুম থেকে আইপিএলে খেলা মোস্তাফিজুর রহমান সবশেষ ২০২২-২৩ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এবার অস্ট্রেলিয়ান ক্রিকেটার জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হয়ে দিল্লির ডাক পেলেন মোস্তাফিজ।
ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত হয়েছিল আইপিএল। সেসময় নিজ দেশে ফিরে যায় বিদেশি ক্রিকেটাররা। ফ্রেজার-ম্যাকগার্ক পুনরায় আইপিএলে ফিরতে অমত জানিয়েছেন। তাতেই কপাল খুললো মোস্তাফিজের। ফেসবুকে দিল্লি লিখেছে, ‘মৌসুমের বাকি অংশের জন্য জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের জায়গায় খেলবেন মোস্তাফিজ।’