লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার তারিখ একদিন পেছানো হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ৫ মে নয়, তিনি ফিরছেন আগামী ৬ মে (মঙ্গলবার)। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।
শনিবার (৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, কাতারের আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া লন্ডন থেকে রওনা হয়ে ৬ মে ঢাকায় পৌঁছাবেন। নির্ধারিত সময় পরে জানানো হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া বেগম জিয়া কাতারে যাত্রাবিরতি করবেন বলেও জানা গেছে।
এর আগে শনিবার সন্ধ্যায় বিএনপি জানায়, খালেদা জিয়া ৫ মে বিমানের একটি সাধারণ ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। কাতারের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তার ফেরার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি ও হৃদ্রোগসহ নানা জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে লন্ডনে ছেলে তারেক রহমানের কাছে রয়েছেন। দলীয় নেতাকর্মীদের মধ্যে এই ফেরাকে কেন্দ্র করে উদ্দীপনা ও প্রস্তুতি চলছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত রাস্তায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি নেতাকর্মীরাও তাকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।