দৈনিক খুলনা
The news is by your side.

২ দিনে ঢাকা ছেড়েছেন ৪১ লাখ মানুষ

39

ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন লাখ লাখ মানুষ। গত দুই দিনে ৪১ লাখের বেশি যাত্রী ঢাকা ছেড়েছেন।

মোবাইল অপারেটরদের সিম মবিলিটি ডেটা বিশ্লেষণে জানা গেছে, ২৮ ও ২৯ মার্চ দুই দিনে ৪০ লাখ ৯৪ হাজার ৬২১ জন ঢাকা ছেড়েছেন। এর মধ্যে ২৮ মার্চ ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন এবং ২৯ মার্চ ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন ঢাকা থেকে বিভিন্ন স্থানে চলে গেছেন।

বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ৩১ মার্চ ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে। চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হয়েছে ২৯ মার্চ (শনিবার) থেকে। পাঁচ দিনের এই ছুটি চলবে ২ এপ্রিল পর্যন্ত। এর পরেও, ৩ এপ্রিল (বৃহস্পতিবার) সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এদিকে, ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটিও রয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিনের ছুটি উপভোগ করবেন।

ঢাকা ছাড়ার এই ব্যস্ততা শপিংমল, বাস টার্মিনাল, রেলস্টেশন এবং নৌবন্দরগুলোতে পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে। ঈদের ছুটির কারণে রাজধানী ঢাকা থেকে যাত্রা করা মানুষের সংখ্যা বেড়েছে, যার ফলে যানবাহনেও চাপ সৃষ্টি হয়েছে।

এদিকে, ঈদুল ফিতরের ছুটির জন্য আগের দিনের তুলনায় ঢাকার ব্যস্ততা কিছুটা কমে এসেছে। কিন্তু রাজধানী ছাড়ার ধীরগতির স্রোত এখনো অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.