দৈনিক খুলনা
The news is by your side.

২৯ বছর পর বকুলকে চা বানিয়ে খাওয়ালেন হেনা

বাপ্পারাজ ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা । ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প! অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজও এই নায়ক বেশ জনপ্রিয়।

5

‘প্রেমের সমাধি’ সিনেমায় বাপ্পারাজের সেই বিরহের সংলাপ ও দৃশ্য এখনও উপভোগ করেন নেটিজেনরা। সম্প্রতি সেই ছবির একটি সংলাপ ‘চাচা হেনা কোথায়?’ ব্যাপক ভাইরাল হয়েছে। সে থেকে এখন আবার আলোচনায় এই নায়ক। এদিকে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের নতুন এক ভিডিও ভাইরাল হয়েছে। যেই ভিডিওটি পোস্ট করেছেন হেনার স্বামী নায়ক নাঈম। আজ আবার আর একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে বকুলকে (বাপ্পারাজ) চা বানিয়ে কাওয়াচ্ছে হেনা (শাবনাজ)।

নাঈম-শাবনাজ নামের ফেসবুক পেইজ থেকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যায়, গাড়ি চালিয়ে আসছেন বাপ্পারাজ৷ আর গাছের নিচে দাঁড়িয়ে আছেন নাঈম। নাঈমের কাছে এসে বাপ্পারাজ বলছেন, নাঈম ভাই হেনা কোথায়? উত্তরে নাঈম বলেন, বাপ্পা তুমি অনেক দেরি করে ফেলেছো, হেনার সাথে আমার অনেক আগেই বিয়ে হয়ে গিয়েছে৷

মজার ছলে করা তাদের এই ভিডিওটি মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এদিকে হেনার সঙ্গে বকুলে দেখা হওয়া প্রসঙ্গে শাবনাজ গণমাধ্যমে জানান, গতকাল আমাদের পারিবারিক আয়োজন ছিল। সেখানে আমার বড় মেয়ের অনুরোধেই ভিডিওটি ধারণ করা হয়। আগে থেকে নামিরা ক্যামেরার পেছনে কাজ করেছে। ওর কারণেই এই ভিডিওটি ধারণ করা হয়। মুলত মজা করার জন্য ভিডিওটি ধারণ করে সেটি পেজে আপলোড করে নামিরা।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে মুক্তি পায় ‘প্রেমের সমাধি’ সিনেমা। ওই সময় সিনেমাটি ব্যাপক সাড়া ফেলে দর্শকমহলে। একইসঙ্গে জনপ্রিয়তা অর্জন করেন চিত্রনায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা শাবনাজ। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছিলেন অমিত হাসান ও এটিএম শামসুজ্জামান।

Leave A Reply

Your email address will not be published.