দৈনিক খুলনা
The news is by your side.

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট বন্ধ, থমথমে ক্যাম্পাস

7

উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে উত্তাল কুয়েট! পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন। ফলে ক্যাম্পাসে এখন চরম উত্তেজনা বিরাজ করছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা এখনো উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় অনেক শিক্ষার্থী হল ছেড়ে চলে যাচ্ছেন। ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়, আহত হন অন্তত ৫০ শিক্ষার্থী। আহতদের কুয়েট মেডিকেল সেন্টার ও আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশের টহল জোরদার করা হয়েছে, তবে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.