দৈনিক খুলনা
The news is by your side.

২০ জন নারীর কাছে নগ্ন ছবি চান প্রতীক

গুরুতর অভিযোগ

58

যৌন হেনস্তার একাধিক অভিযোগ উঠেছে ‘হোমবাউন্ড’ সিনেমার চিত্রগ্রাহক প্রতীক শাহর বিরুদ্ধে। প্রায় ২০ জন নারীর তার বিরুদ্ধে অশালীন ও যৌনভাবে আপত্তিকর আচরণের অভিযোগ জানিয়েছেন। অভিযোগ ওঠার পরেই তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইল মুছে ফেলেছেন।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, ফিল্মমেকার অভিনব সিং এই অভিযোগগুলিকে সামনে আনেন প্রতীকের বিরুদ্ধে।

অভিনব জানান, প্রতীক শাহের বিরুদ্ধে প্রায় ২০ জন নারীর কাছ থেকে নানা ধরনের ‘ফ্লার্টিং’ ও যৌন হয়রানিমুলক মেসেজের অভিযোগ পেয়েছেন, যেখানে তাকে ‘শিকারী’ বলে অভিহিত করা হয়েছে।
আরো পড়ুন

সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হয়েছে। চলতি বছর ওই অনুষ্ঠানে যোগ দেন ‘হোমবাউন্ড’ সিনেমার সিনেমাটোগ্রাফার প্রতীক শাহ। অভিযোগ রয়েছে, ওই অনুষ্ঠানেও অনেক নারীর কাছ থেকে নগ্ন ছবি চেয়েছেন।

ইনস্টাগ্রামে একাধিক নারী পরিচালক অভিনব সিংকে সেকথা জানান। আর সেকথা শোনার পরই সোশাল মিডিয়ায় গর্জে ওঠেন অভিনব। আর তারপর থেকে জোর শোরগোল। প্রতীকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন প্রায় সকলে।

রিপোর্ট অনুসারে, অভিনবের কাছে এক নারী সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত ভয়ংকর অভিজ্ঞতা শেয়ার করেন। জানান, কাজ চেয়ে প্রতীক শাহের সঙ্গে সোশাল মিডিয়ায় তার আলাপ। সেই সুযোগে কুপ্রস্তাব দেন সিনেমাটোগ্রাফার। নগ্ন ছবি পাঠাতে বলেন। আতঙ্কে একাধিক ব্যক্তির কাছে অভিযোগ জানান সেই নারী।

সেই সময় ক্ষমাও চেয়ে নেন প্রতীক। তবে অভ্যাস বদল হয়নি তার, তা অভিনবের অভিযোগেই স্পষ্ট। এই অভিযোগে শোরগোল পড়ার পরই নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট করে দেন প্রতীক।
চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা সৃষ্টি রিয়া জৈনও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক স্ক্রিনশট পোস্ট করেছেন এবং মন্তব্য করে লিখেছেন, ‘প্রতীক গত ৪ বছর ধরে সুযোগের খোঁজে আছে।’

এদিকে, প্রতীকের বিরেুদ্ধে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে করণ জোহরের ধর্মা প্রোডাকশন একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, “আমাদের সঙ্গে যুক্ত কারোর বিরুদ্ধে যৌন হেনস্তা, দুর্ব্যবহারের প্রসঙ্গ উঠলে ধর্মা প্রোডাকশনের সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি। আমরা এই সমস্ত অভিযোগ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখি। ‘হোমবাউন্ড’ সিনেমাটোগ্রাফার হিসাবে ফ্রিল্যান্সিং করেছেন। মাত্র কয়েকদিন কাজ করেছেন। আমাদের তার সঙ্গে চুক্তি শেষও হয়ে গিয়েছে। এই সময়কালের মধ্যে আমরা তার বিরুদ্ধে কোনও অভিযোগ পাইনি।”

সম্প্রতি, ধর্ম প্রোডাকশনের প্রযোজনায় তৈরি হয় ‘হোমবাউন্ড’ যা কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। এতে অভিনয় করেন ইশান খাট্টার ও জাহ্নবী কাপুর। সিনেমাটিতে চিত্রগ্রাহকের কাজ করেন প্রতীক।

Leave A Reply

Your email address will not be published.