একদিন পিছিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ (মঙ্গলবার) সন্ধ্যায় ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের তারেক রহমানের বাসা থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
সঙ্গে থাকছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এবং চিকিৎসকসহ ৯ জনের একটি প্রতিনিধিদল। এর আগে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, খালেদা জিয়া মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছাতে পারেন। তবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের নির্ভরযোগ্যতা সাপেক্ষে একদিন দেরি হয়েছে তার দেশে ফেরা।
এরইমধ্যে খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’ ধুয়ে-মুছে প্রস্তুত করা হয়েছে। তার আগমনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে নেত্রীকে স্বাগত জানানোর নির্দেশ দিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।