দৈনিক খুলনা
The news is by your side.

হামাসকে গাজা ছাড়তে ট্রাম্পের ‘লাস্ট ওয়ার্নিং’

45

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি ‘শেষ সতর্কতা’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাস নেতাদের গাজা ছাড়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে আটক ইসরাইলি বন্দিদের মুক্তি না দিলে ‘চড়া মূল্য’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৬ মার্চ) আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প বলেন, “এটি হামাসের জন্য শেষ সতর্কতা! হামাস নেতাদের এখনই গাজা ছাড়তে হবে। বন্দিদের মুক্তি না দিলে ভয়াবহ পরিণতি হবে।” তিনি গাজার সাধারণ জনগণকেও সতর্ক করে বলেন, “আপনাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, তবে বন্দিদের আটকে রাখলে সেটি বাস্তব হবে না। স্মার্ট সিদ্ধান্ত নিন।”

ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি আসে এমন এক সময়ে, যখন ১৯৯৭ সালের পর প্রথমবারের মতো হামাসের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের দূত অ্যাডাম বোহেলার বর্তমানে কাতারের রাজধানী দোহায় হামাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় ব্যস্ত। আলোচনার লক্ষ্য গাজা যুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ও হামাসের কাছে আটক মার্কিন বন্দিদের মুক্ত করা।

গাজা ভূখণ্ডে ইসরাইলি অবরোধের কারণে ফিলিস্তিনিদের মানবিক সংকট তীব্র হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করেছে, দুই সপ্তাহের মধ্যেই খাদ্য সরবরাহ ফুরিয়ে যেতে পারে।

যদিও হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো কোনো চুক্তি হয়নি, তবে আলোচনার অগ্রগতি নজরে রাখছে আন্তর্জাতিক সম্প্রদায়।

Leave A Reply

Your email address will not be published.