কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জেরে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারত। মঙ্গলবার রাত ১টা ৫ মিনিট থেকে মাত্র ২৫ মিনিটে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ভারতীয় সামরিক বাহিনী। ভারতের দাবি, এই অভিযানে অন্তত ৭০ জন নিহত হয়েছে। তবে পাকিস্তান জানায়, নিহতের সংখ্যা ২৬।
বুধবার দিল্লিতে সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি জানান, এ হামলার মূল লক্ষ্য ছিল সীমান্তপারের জঙ্গি ঘাঁটি ধ্বংস করা এবং নতুন হামলা রুখে দেওয়া। তিনি বলেন, হামলা ছিল পরিমিত, সুনির্দিষ্ট এবং আন্তর্জাতিক আইনের আওতায়।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুই নারী কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং জানান, জইশ-ই-মহম্মদের শিবির, লস্কর-ই-তইয়্যেবার প্রশিক্ষণ কেন্দ্র এবং হিজবুল মুজাহিদীনের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তারা দাবি করেন, সাধারণ জনগণ বা পাকিস্তানের সেনা স্থাপনায় আঘাত হানা হয়নি।
ভারত জানায়, লাহোর, শিয়ালকোট ও আজাদ কাশ্মীরেও হামলা হয়েছে। এসব এলাকাকে সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটি হিসেবে উল্লেখ করে ছবি প্রকাশ করা হয়েছে।