দৈনিক খুলনা
The news is by your side.

হাডসনে হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ পর্যটকসহ ৬ জনের মৃত্যু

67

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় ম্যানহাটনের ওয়েস্ট ভিলেজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন স্পেনের পর্যটক এবং একজন পাইলট রয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। খবর সিএনএন এর।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ জানান, নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি। তাদের পরিচয় প্রথমে পরিবারের কাছে জানানো হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলিকপ্টারটি জর্জ ওয়াশিংটন ব্রিজের পাশ দিয়ে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো হয়ে নদীতে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি আকাশ থেকে দ্রুত নদীতে পতিত হচ্ছে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে নিউইয়র্ক ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী নৌবাহিনী। ফায়ার কমিশনার রবার্ট টাকার জানান, ঘটনাস্থলেই চারজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হেলিকপ্টারটি ছিল দুটি ব্লেডবিশিষ্ট বেল ২০৬ মডেলের, যা সাধারণত পর্যটন ও পুলিশি কাজে ব্যবহৃত হয়।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ে নিউইয়র্কে ঘটে যাওয়া অন্যতম বড় হেলিকপ্টার দুর্ঘটনা। ২০১৮ ও ২০০৯ সালের হাডসনে ভয়াবহ দুটি দুর্ঘটনার স্মৃতি এর মাধ্যমে আবার ফিরে এসেছে।

Leave A Reply

Your email address will not be published.