দৈনিক খুলনা
The news is by your side.

হত্যা মামলায় আইভিকে কারাগারে প্রেরণ

15

নারায়ণগঞ্জে আলোচিত মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন শহরের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার সকালে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

শুক্রবার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ আদেশ দেন। কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, আদালতে হাজিরের পর শুনানি শেষে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে আইভী দিনের আলোতে পুলিশের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন। সকাল সাড়ে ৫টায় তিনি নিজেই গাড়িতে উঠে থানায় রওনা হন।

গ্রেপ্তারের খবরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতেই স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। আইভীর বাড়ির চারদিকের রাস্তা বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যান ফেলে অবরুদ্ধ করে রাখে তার সমর্থকরা। আশেপাশের মসজিদ থেকে মাইকিং করে লোকজনকে চুনকা কুটিরের দিকে যেতে আহ্বান জানানো হয়। এমনকি তাকে গ্রেপ্তারের পর সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়।

Leave A Reply

Your email address will not be published.