কদিন ধরেই আলোচনায় রয়েছেন শামীম হাসান সরকার। আলোচনা ও সমালোচনা সমানতালে চলছে। প্রথমে এক অভিনেত্রী শামীমের ব্বিরুদ্ধে অভিযোগ তোলেন, সেই সূত্র ধরে অভিনেতা সংবাদ সম্মেলন করেন। সেই সংবাদ সম্মেলনে অহনা প্রসঙ্গ চলে আসে।
এরপর অহনা শামীমকে জবাব দেন। এর মধ্যে আরেক অভিনেত্রী শামীমের বিরুদ্ধে অভিযোগ তোলেন।
এসবের মধ্যেই নতুন গুঞ্জন ওঠে যে শামীম হাসান সরকারের স্ত্রী আফসানা অভিনেতাকে ছেড়ে চলে গেছেন। এসব সহ্য করতে না পেরেই নাকি শামীম হাসানকে ছেড়ে স্ত্রী নিজ বাড়িতে চলে গেছেন।
তবে এমন তথ্যের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন ম্যাঙ্গো স্কোয়াড খ্যাত শামীম হাসান সরকার। তিনি এই গুঞ্জনের জবাব দিইয়েছেন সামাজিক মাধ্যমে।
নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, আমার স্ত্রী আমার সাথেই আছে। ভিউস এর জন্য অসুস্থ নিউজ করবেন না।
ভালো থাকবেন। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।
অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন নবাগত অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে মাদক গ্রহনেরও।
এই ঘটনার রেশ যেতে না যেতেই এ শামীম হাসান সরকার অভিনেত্রী অহনার প্রেম জীবন নিয়ে মন্তব্য করে বসেন। যার ফলে অহনাও বুধবার (৭ মে) দিবাগত রাত দুইটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে লেখেন,‘ডাবল টাইমিং? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কী এমন অপবাদ দিয়েছেন?
এই ঘটনার পরই শামীমের বিরুদ্ধে শুটিংসেটে দুই বছর আগের এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী, বাচিক শিল্পী ও সঞ্চালক সিফাত বন্যা। যেখানে তিনি শামীম হাসান সরকারকে ‘ভাঁড়’ বলে সম্বোধন করেছেন। একইসঙ্গে অভিনেত্রী দাবি করেছেন, শামীমের ব্যবহারের কারণে তাকে জুতাপেটা করতে চেয়েছিলেন তিনি।
গত ৪ এপ্রিল আইন বিভাগে অধ্যয়নরত আফসানা আক্তার প্রীতিকে বিয়ে করেন শামীম হাসান সরকার। পরিচয়ের মাত্র আট মাস পর বিয়ে করেন তারা; দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।