দৈনিক খুলনা
The news is by your side.

সৌদিতে দেখা গেছে শাওয়ালের চাঁদ, রোববার ঈদ

160

পবিত্র রমজান মাস শেষের পথে। বিশ্বব্যাপী মুসলমানরা ঈদুল ফিতরের অপেক্ষায়। সৌদি আরবে শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। খবর ইনসাইড দা হারমাইনের।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় রোববার হবে শাওয়ালের প্রথম দিন। আরব দেশগুলো সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করে। ফলে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানেও একই দিনে ঈদ হতে পারে।

বিশ্বের অনেক দেশ সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণার ওপর ভিত্তি করে ঈদ উদযাপন করে। তবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

বাংলাদেশে রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকের মাধ্যমে নিশ্চিত করা হবে বাংলাদেশে ঈদ সোমবার (৩১ মার্চ) নাকি মঙ্গলবার (১ এপ্রিল) উদযাপিত হবে।

এর আগে অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ৩১ মার্চ ঈদের ঘোষণা দেয়। সৌদি আরবে ঈদের তারিখ ঘোষণার পর বিশ্বের অন্যান্য দেশও তাদের নিজস্ব পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যদি রোববার চাঁদ দেখা যায়, তবে সেখানে ঈদ সোমবার হবে। অন্যথায়, ৩০ রোজা পূর্ণ করে মঙ্গলবার ঈদ উদযাপন করা হবে।

সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণার পর দেশটির মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ ও উদযাপনের প্রস্তুতি শুরু করেছেন। ঈদ মানেই উৎসব, আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির দিন।

Leave A Reply

Your email address will not be published.