বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই মুহূর্তে সেনাবাহিনী আগে যেমন ছিল তেমনই থাকবে। তাদের উঠিয়ে নেওয়া হচ্ছে না।”
এর আগে গত ৫ নভেম্বর সেনাসদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (এমওডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন বলেন, “প্রত্যাহারের বিষয়ে আমরা চিঠি পেয়েছি এবং সে অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেব।”
তিনি আরও জানান, গত ১৫ মাস ধরে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে আসছে। এর পাশাপাশি চুরি যাওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এবং চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে অভিযানও চলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠেই থাকবে এবং তাদের দায়িত্বে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।