ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দিয়েছে পাকিস্তান। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর জিও নিউজের।
বৈঠকে ভারতের হামলাকে উসকানিমূলক এবং পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়। কমিটির পক্ষ থেকে বলা হয়, ভারতের উদ্দেশ্যমূলকভাবে বেসামরিক এলাকা, মসজিদ ও ঘরবাড়ি লক্ষ্য করে চালানো হামলায় শিশু, নারী ও পুরুষ নিহত হয়েছেন—যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
কমিটি স্পষ্ট জানায়, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে পাকিস্তান আত্মরক্ষামূলক জবাব দেওয়ার অধিকার রাখে। সেই অধিকার প্রয়োগে সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পাক সেনাবাহিনী ইতিমধ্যে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে বলেও বৈঠকে জানানো হয়। এ সাফল্যের জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানায় জাতীয় নিরাপত্তা কমিটি।
পাশাপাশি বৈঠকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়, তারা যেন ভারতের এই আগ্রাসনের জন্য তাকে দায়ী করে। পাকিস্তান জানায়, তারা শান্তি চায়, তবে তা মর্যাদার সঙ্গে। দেশের মানুষ বা ভূখণ্ডের বিরুদ্ধে কোনো আঘাত বরদাশত করা হবে না।