দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনে ধরা পড়ল ৩২ কেজি জাভা ভোল, ৩ লাখে বিক্রি

44

সুন্দরবনে এক জেলের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোল (সোনালী ভোল) মাছ ধরা পড়ে। মাছটি ৩ লাখ ১২ হাজার টাকা মূল্যে বিক্রি হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামের জেলে দেলোয়ার হোসেন মাছ নিয়ে লাকালয়ে ফিরলে মুন্সিগঞ্জের রোহন মৎস্য আড়তের মালিক আবু মুসা মাছটি কিনে নেন।

জেলে দেলোয়ার হোসেন জানান, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন থেকে পাস পারমিট নিয়ে তারা সুন্দরবনে মাছ ধরতে যান।

গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় তাদের জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ ধরা পড়ে। পরে ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

প্রসঙ্গত, জাবা ভোলা মাছের ফুলকো জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে জনশ্রুতি আছে।

Leave A Reply

Your email address will not be published.