দৈনিক খুলনা
The news is by your side.

সুন্দরবনের খাল থেকে বিষ, মাছ, জাল ও নৌকা জব্দ

30

মোংলা প্রতিনিধি :সুন্দরবনের অভ্যন্তরের খাল থেকে বিষ, মাছ, জাল ও নৌকা জব্দ করেছে বনবিভাগ। রবিবার সকালে বনের হুলার বারানী খাল থেকে এসব জব্দ করা হয়।

ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৭টার দিকে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের আওতাধীন হুলার বারানী খালে অভিযান চালায় ঢাংমারী ষ্টেশন ও ঘাগরামারী ক্যাম্পের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বিষ দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিষ দস্যুদের ফেলা যাওয়া ৩টি ডিঙ্গি নৌকা, নৌকায় থাকা ২টি বিষের (কীটনাশক) বোতল, বিষ দিয়ে ধরা ১৪০ কেজি চিংড়ি মাছ, ১টি টোনা জাল ও ২টি নৌকার বৈঠা জব্দ করা হয়।

সুরজিৎ চৌধুরী আরো বলেন, বিষ দস্যুরা পালিয়ে গেলেও তাদেরকে সনাক্ত করা গেছে। তাই তাদের ৭ জনের বিরুদ্ধে বন আইনে পিওআর মামলা দায়ের করা হয়েছে। আর জব্দকৃত মাছ বিনষ্ট করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.