সিরিজ নির্ধারণী ম্যাচে চ্যালেঞ্জিং টার্গেট পেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টাইগারদের ২৮৬ রানের লক্ষ্য দিল লঙ্কানরা।
আজ ক্যান্ডিতে আগে ব্যাটিংয়ে নেমে কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ২৮৫ রান তুলেছে শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের ইনিংসে সর্বোচ্চ রান করেন কুশালই। ১১৪ বলে ১৮ বাউন্ডারিতে ১২৪ রানের ইনিংস খেলেন তিনি।
ফিফটি হাঁকান অধিনায়ক চারিথ আসালঙ্কা। ৬৮ বলে ৯ বাউন্ডারিতে ৫৮ রান করেন তিনি। এছাড়া পাথুম নিশাঙ্কা ৩৫, ভানিন্দু হাসারাঙ্গা ১৮*, কামিন্দু মেন্ডিস ১৬, জানিথ লিয়ানাগে ১২ ও দুশমন্থ চারিমা ১০* রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
শ্রীলঙ্কার ইনিংসে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট পান তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম ও শামীম হোসেন।