খুলনা: ইউসেপ বাংলাদেশের খুলনা অঞ্চলে কারিগরি শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কমিউনিটি-ভিত্তিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করতে সোমবার (২৫ আগষ্ট) এক বিশেষ প্রোগ্রাম শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ইউসেপ খুলনার সোশ্যাল ইনক্লুশন টিম-এর উদ্যোগে আয়োজিত এ সভায় খুলনার বিভিন্ন এলাকার সিডিসি (কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি) সদস্য এবং সমাজের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় ইউসেপ বাংলাদেশের চলমান কার্যক্রম, বিশেষ করে যুব ও নারীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পিঁছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ এলাকার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও কার্যকর সুপারিশ উপস্থাপন করেন।
সভাপতিত্ব করেন সিডিসি খুলনা মহানগরের সাধারণ সম্পাদক হাজেরা খাতুন। স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ খুলনার আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উইমেন্স চেম্বার অব কমার্সের পরিচালক দিলরুবা লিপি, দৈনিক ইনকিলাবের খুলনা ব্যুরো প্রধান আসাফুর রহমান কাজল এবং সিডিসি লিডার তাহেরা আক্তার।
সভায় আরও বক্তব্য রাখেন ইউসেপ সোশ্যাল ইনক্লুশন ইনচার্জ নাসরিন আক্তার এবং টিম লিডার মোঃ আবু তাহের।
বক্তারা বলেন, ইউসেপ বাংলাদেশের কার্যক্রম স্থানীয় জনগোষ্ঠীর জন্য একটি আশার আলো হয়ে উঠেছে। সিডিসি সদস্য, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমের সক্রিয় সহযোগিতায় এ কার্যক্রম আরও বিস্তৃত ও টেকসই হবে।
তারা আরও বলেন, সুবিধাবঞ্চিত জনগণের মধ্যে সচেতনতা তৈরি করে এবং তাদের সম্পৃক্ততা নিশ্চিত করলেই প্রকৃত উন্নয়ন সম্ভব। আর এ জন্য তাদেরকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। ইউসেপ খুলনাসহ সারা দেশে সকল শ্রেণীর বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নানা মুখি কার্যক্রম হাতে নিয়ে থাকে। বেকার যুবাদের কারিগরি প্রশিক্ষণ শেষে চাকুরী নিশ্চয়তাও দিয়ে থাকে ইউসেপ বাংলাদেশ।
অনুষ্ঠান শেষে ইউসেপ বাংলাদেশের পক্ষ থেকে সিডিসি সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।
খুলনা অঞ্চলে সমাজ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের ধারাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে ইউসেপের কারিগরি শিক্ষা এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।