ঢাকায় সাময়িক বন্ধের পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে আবারও পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। বুধবার রাতে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত অংশে অস্থায়ীভাবে ট্রেন চলাচল বন্ধ ছিল।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ফার্মগেট এলাকায় সম্প্রতি বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার ঘটনায় সেই স্থানে কিছুটা কম্পন অনুভূত হয়। নিরাপত্তার স্বার্থে বুধবার রাত সোয়া নয়টার পর আগারগাঁও-শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
তবে মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল। রাতেই কর্তৃপক্ষ মেরামত কার্যক্রম সম্পন্ন করে, যার পর বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।
ডিএমটিসিএল জানায়, পুরো পথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ফার্মগেট দুর্ঘটনাস্থলে এখনও সতর্কতার অংশ হিসেবে কিছুটা ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক দুর্ঘটনায় একটি বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার পর থেকে ঐ এলাকায় বাড়তি নজরদারি ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।