দৈনিক খুলনা
The news is by your side.

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ: ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি

13

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ কীভাবে দেশ ছাড়লেন তা তদন্ত করা হচ্ছে। তিনদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে কমিটি। এরপর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১০ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে মন্ত্রণালয়ে কোনও নিষেধাজ্ঞা পাঠানো হয়েছিল কিনা সে বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টি খোঁজ নেওয়া হবে।

আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় কারা দায়ী জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় যারা দায়ী তাদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে কাউকে অ্যাটাস করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে ইন্টারপোল কাজ করছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলনের কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। ভোগান্তি না হয় এমন জায়গায় আন্দোলন করলে ভালো হয়।

Leave A Reply

Your email address will not be published.