কেশবপুর (যশোর) প্রতিনিধি :যশোরের কেশবপুর উপজেলার সনাতন ধর্মলম্বীদের শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রবিবার (২৮ সেস্টেম্বর) কেশবপুর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কেশবপুর যশোর – ০৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যশী কাজী রওনকুল ইসলাম শ্রাবন।
শ্রাবণের পূজা মন্ডপ পরিদর্শন কালে তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুরের আর এক কৃতি সন্তান সাবেক কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান, কেশবপুর উপজেলা বিএন পির সাবেক আহব্বয়ক মশিউর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল, ১১ নং হাসানপুর ইউনিয়ন বিএনপির নেতা মাহবুব রহমান মল্লিক, যুবনেত মিন্টু, সাবেক ছাত্র নেতা শিপন সহ বিএনপি, যুবদল,সেচ্ছাসেবকদল ছাত্রদরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । কাজী নওনকুল ইসলাম শ্রাবন কেশবপুরের বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করেন।