রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বুধবার (১২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে এই আগুন লাগে। সরু গলি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। ফায়ার সার্ভিস অধিদপ্তরের কর্মকর্তা জসিম উদ্দিন দোলন জানান, মহাখালী সাততলা বস্তিতে আগুন সংবাদ পেয়ে ১ম ইউনিট পৌঁছার ৩ টা ৫০ মিনিটে। সংকীর্ণ গলি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।
একে একে আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে। পৌনে পাঁচটার মধ্যে যোগ দেয় পাঁচটি ইউনিট। পরে আরও ৩টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসে স্থানীয়রা। আগুনের কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়েছে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন।