সাতক্ষীরা প্রতিনিধি: দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল পুনরায় চালুর দাবিতে কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শাখা।
বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা আল মামুন এবং কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলাম ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেমের কাছে স্মারকলিপিটি দেন। স্মারকলিপিতে ছাত্রশিবির তিন দফা দাবি উত্থাপন করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার বিভিন্ন নেতা-কর্মী, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন – সাতক্ষীরা শহর অফিস সম্পাদক মোঃ নুরুন্নবী, অর্থ সম্পাদক মোঃ আরিফ বিল্লাহ, প্রকাশনা সম্পাদক আনিসুর রহমান, তথ্য ও মিডিয়া সম্পাদক মোঃ মাসুদ রানা, কলেজ সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান, অফিস সম্পাদক জিয়াউর রহমান ফাহিম এবং সিটি কলেজ সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ।
স্মারকলিপি পাওয়ার পর অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম দ্রুত সময়ের মধ্যে হলটি সংস্কার করে চালুর আশ্বাস দেন।